loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন ভিনিসিয়াস ও বোনমাতি

  • বার্ড ফ্লু: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

  • এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে

  • ন্যাশনাল ব্যাংক ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেলো

  • কামরান তানভিরুর রহমান এমসিসিআই সভাপতি পুনর্নির্বাচিত

ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান


ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও যুগান্তকারী সাফল্যের জন্য বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস-এ সম্মানিত হলেন তৈরি পোশাক ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, ইস্পাতশিল্প প্রতিষ্ঠান, ব্যাংক ও একজন নারী উদ্যোক্তা। রাজধানীর র‌্যাডিসন ব্লুতে মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ডিএইচএল এক্সপ্রেস ও দি ডেইলি স্টার-এর উদ্যোগে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

এ-বছর বিজনেস পারসন অফ দি ইয়ার, বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অফ দি ইয়ার, বেস্ট এন্টারপ্রাইজ অফ দি ইয়ার, আউটস্ট্যান্ডিং ওমেন ইন বিজনেস ও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বিজনেস পারসন অফ দি ইয়ার পুরস্কার পেয়েছেন – আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অফ দি ইয়ার পেয়েছে পূবালী ব্যাংক। বেস্ট এন্টারপ্রাইজ অফ দি ইয়ার পুরস্কার পেয়েছে – দেশের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএসআরএম। পোশাক প্রতিষ্ঠান ক্লথস 'আর' আস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কিয়াও সেইন থাই ডলি পেয়েছেন – আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস অফ দি ইয়ার পুরস্কার।

তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কর্মরত কোরিয়ান গার্মেন্টস জায়ান্ট ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারপারসন কিহাক সাংকে বাংলাদেশে রপ্তানি খাত, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয়।

ডিএইচএল ও ডেইলি স্টার উদ্যোক্তা সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতির প্রচেষ্টা হিসেবে ২০০০ সাল থেকে ব্যবসায়ীদের মধ্যে সেরাদের সম্মানিত করে আসছে।

পুরস্কার প্রবর্তনের পর থেকে ডিএইচএল ও দি ডেইলি স্টার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের স্বীকৃতি দিয়ে যাচ্ছে। এসব প্রতিষ্ঠান লাখো মানুষের কাজের সুযোগ তৈরি করেছে। দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে।

Loading...