loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে গেলো টাইগ্রেসরা


ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে গেলো টাইগ্রেসরা

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১০৩-৮ (জ্যােতি ৩৯, দিলারা ১৯, সোবহানা ১৬; রামহারাক ৪-১৭, ফ্লেচার ২-২৫, ম্যাথুজ ১-১৯)
ওয়েস্ট ইন্ডিজ নারী দল: ১২.৫ ওভারে ১০৪-২ (ম্যাথুজ ৩৪, টেলর ২৭, ক্যাম্পবেল ২১, হেনরি ২*; নাহিদা ১-২২, মারুফা ১-২০)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: কারিশমা রামহারাক

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী প্রাথমিক লক্ষ্য নিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যােতি বলেছিলেন – ১০ বছরের জয়-খরা কাটাতে চান। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্য পূরণ হওয়ার পরে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন উঁকি দিয়েছিল। কিন্তু বাংলাদেশ দল ইংল্যান্ডের কাছে শেষ পর্যন্ত ২১ রানে হেরেছে। টাইগ্রেসরা পরাজিত হলো পরের ম্যাচেও। শারজায় নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ দলের হার আট উইকেটে।

এদিন টাইগ্রেসরা টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে আট উইকেটে ১০৩ রান করে। ওয়েস্ট ইন্ডিজ দল এই রান পেরিয়ে যায় দুই উইকেট হারিয়ে, ৪৩ বল হাতে রেখেই। এই পরাজয়ে জ্যােতিদের সেমিফাইনালে ওঠার সমীকরণটা বেশ কঠিন হয়ে গেলো।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লে’র ছয় ওভারে কোনো উইকেট না-হারিয়ে ৪৮ রান করে। পরেও তাঁদের রানের গতি খুব একটা কমেনি। দলটি ওপেনার হেইলি ম্যাথুজের ২২ বলে ছয় চারে ৩৪ , তিনে নামা শেমাইন ক্যাম্পবেলের ১৬ বলে ২১ ও ডিয়ান্ড্রা ডটিনের সাত বলে অপরাজিত ১৯ রানের ইনিংসে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে।

বাংলাদেশের নাহিদা আক্তার ও মারুফা আক্তার একটি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ নারী দল শারজায় বৃহস্পতিবারের ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে। টাইগ্রেসরা ২০১৪ সালে সিলেটে ৩৬, ২০১৬ সালে চেন্নাইয়ে ৪৯ এবং ২০১৮ সালে প্রভিডেন্সে ৬০ রানে হেরেছিল।

জ্যােতির দল ছয় বছর পরে ওয়েস্ট ইন্ডিজের নারীদের বিপক্ষে এদিন জয়ের আশা নিয়েই নেমেছিল। তাঁরা স্বপ্ন দেখছিলেন – এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের নারী দলের একটু নড়বড়ে অবস্থার কারণে। ওয়েস্ট ইন্ডিজ এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরেছে। দলটি পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অবশ্য ছয় উইকেটে জিতেছে। তবে তাঁরা বাংলাদেশের বিপক্ষে নিজেদের রূপটা ঠিকই দেখিয়ে দিলো।

Loading...