ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ পরাজয়ের পরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু হলো। নিগার সুলতানা জ্যোতির দল সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সোমবার (২৭ জানুয়ারি) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আট উইকেটে হেরেছে। ফলে, টাইগ্রেসরা তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো।
বাংলাদেশ দল এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। অধিনায়ক জ্যোতি পাঁচটি চার ও দুই ছক্কায় ৪০ বলে ৫৩ রান সংগ্রহ করেন। পাশাপাশি শারমিন আক্তার সুপ্তার ৪১ বলে ৩৭ রানের ইনিংস দলকে মােটামুটি লড়াকু এক সংগ্রহ এনে দেয়।
যাহােক, ওয়েস্ট ইন্ডিজের নারীরা ব্যাট করতে নেমে ১৬ ওভার ৫ বলে মাত্র দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।
কিয়ানা জোসেফ ব্যক্তিগত ২৯ রানে আউট হলেও অধিনায়ক হেইলি ম্যাথিউসের ৫৪ বলে ৬০ রান ও ডিয়েন্দ্রা ডটিনের ৫১ রানের ঝড়ো ইনিংসে সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের পক্ষে এদিন একমাত্র বোলার হিসেবে ফাহিমা খাতুন দুইটি উইকেট নিতে পেরেছেন।
সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় শনিবার (৩০ জানুয়ারি) ভোরে একই ভেনুতে হবে।