loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

জার্মানির জয়ের রাতে নেদারল্যান্ডসের হোঁচট


জার্মানির জয়ের রাতে নেদারল্যান্ডসের হোঁচট

জার্মানি ইউয়েফা নেশন্স কাপ ফুটবলে জয় পেরেছে। গ্রুপ এ৩-এর ম্যাচে আক্রমণভাগের খেলোয়াড় ডেনিজ উনদাভের দুই গোলে দলটি ২-১ ব্যবধানে হারিয়েছে বসনিয়া হারজেগোভিনাকে। জার্মান দল এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। একই গ্রুপের আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস ও হাঙ্গেরি। নেদারল্যান্ডস তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

সফরকারী জার্মানি বসনিয়ার শহর জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে শনিবার (১১ অক্টোবর) শুরু থেকেই বল দখলে রাখে। অবশ্য প্রথম গোলের জন্য তাঁদেরকে আধঘন্টা অপেক্ষা করতে হয়েছে। ৩০ মিনিটে ফ্লোরিয়ান ভিরৎজের কাছ থেকে বল নিচু শটে গোল করেন উনদাভ। প্রথম গোলের রেশ কাটতে না-কাটতেই উনদাভ জার্মানিকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন। ৩৬ মিনিটে বাঁ-দিক থেকে ম্যাক্সিমিলিয়ানোর ক্রস থেকে উনদাভ গোল করলে ২-০ ব্যবধানে  এগিয়ে থেকে  বিরতিতে যায় জার্মানরা।

জার্মানি বিরতি থেকে ফিরে রক্ষণাত্মক হয়ে পড়ে। এডেন জেকো সেই সুযোগে ৭০ মিনিটে বসনিয়াকে প্রথম গোলের স্বাদ দেন। তিনি কর্নার থেকে উড়ে আসা বল হেডে গোল করেন (২-১)।

বসনিয়া ম্যাচে সমতা ফেরাতে সর্বাত্মক চেষ্টাই করেছে; কিন্তু স্বাগতিক দলটি গোলের দেখা না-পাওয়ায় শেষ পর্যন্ত  হার নিয়ে মাঠ ছাড়তে হয়। 

এদিন জার্মানির জয়ের নায়ক উনদাভ পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরে সন্তুষ্ট। তিনি ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের গোলের অনেক সুযোগ তৈরি হয়েছিল; কিন্তু পারিনি। বসনিয়ার প্রথম গোলের পর আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাহােক, আমরা আত্মবিশ্বাসের সাথে সবকিছু নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

দিনের আরেক ম্যাচে হাঙ্গেরি নিজেদের মাঠ বুদাপেস্টে শুরু থেকেই নেদারল্যান্ডসকে চাপে রেখেছেল। তবে, স্বাগতিক দলটি ডাচ রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় গোল পায়নি। অবশেষে ৩২ মিনিটে রোনাল্ড সালাই দারুণ এক গোলে হাঙ্গেরিকে এগিয়ে দেন।

হাঙ্গেরি এক গোলে এগিয়ে জয়ের পথেই ছিল; কিন্তু ডেন্জেল ডামফ্রিজ ৮৩ মিনিটে ডাচদের সমতাসূচক গোলের আনন্দে মাতিয়ে তোলেন।

নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইককে ৭৬ ও ৭৯ মিনিটে দু’বার হলুদকার্ড দেখায় মাঠে ছাড়তে হয়। তিনি জাতীয় দলের হয়ে এই প্রথম লালকার্ড দেখলেন। ম্যাচের বাকী সময় আর কোনো গোল না-হলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে।

Loading...