loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

ঢাকায় ‘যাত্রা উৎসব-২০২৪’ শুরু ১ নভেম্বর


ঢাকায় ‘যাত্রা উৎসব-২০২৪’ শুরু ১ নভেম্বর

প্রতীকী ছবি

ঢাকায় সাত দিনব্যাপী ‘যাত্রা উৎসব-২০২৪’ আগামী ১ নভেম্বর শুরু হবে। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে অনুষ্ঠেয় এই উৎসবের এবারের প্রতিপাদ্য – ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১-৭ নভেম্বর পর্যন্ত এই যাত্রা উৎসব হবে, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত সাতটি যাত্রা দল প্রতিদিন একটি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যাত্রাপালা পরিবেশন করা হবে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

‘যাত্রা উৎসব-২০২৪’ উপলক্ষ্যে আগামী ১ নভেম্বর সন্ধ্যা ছয়টায় এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্য নির্দেশক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট যাত্রা শিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য রাখবেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির।

এবারের উৎসবে সাতটি যাত্রা দল যাত্রা পরিবেশন করবে। এর মধ্যে প্রথম দিন সুরভী অপেরা পরিবেশন করবে কবির খানের নির্দেশনায় আগন্তুক পালাকারের ‘নিহত গোলাপ’। দ্বিতীয় দিন পরিবেশন করা হবে প্রসাদ কৃষ্ণ ভট্রাচার্য পালাকারের ‘আনার কলি’। শামীম খন্দকারের নির্দেশনায় নিউ শামীম নাট্য সংস্থা এই পালা পরিবেশন করবে।

তৃতীয় দিন রোববার মানস কুমারের নির্দেশনায় বঙ্গবাণী অপেরা পরিবেশন করবে রঞ্জন দেবনাথ পালাকারের ‘মেঘে ঢাকা তারা’।  উৎসবের চতুর্থ দিন ৪ নভেম্বর ব্রোজেন কুমার বিশ্বাসের নির্দেশনায় দেবেন্দ্রনাথ পালাকারের ‘লালন ফকির’ পালা পরিবেশন করবে নর-নারায়ন অপেরা। 

বন্ধু অপেরা পরিবেশন করবে শামসুল হক পালাকারের ‘আপন দুলাল’। মনির হোসেনের নির্দেশনায় উৎসবের পঞ্চম দিন মঙ্গলবার এই পালা মঞ্চায়ন করা হবে। পরেরদিন বুধবার শেখ রফিকুলের নির্দেশনায় পুর্নেন্দু রায় পালাকারের ‘ফুলন দেবী’ পালা পরিবেশন করবে শারমিন অপেরা।

উৎসবের শেষ দিন ‘নবাব সিরাজউদ্দৌলা’ পালা পরিবেশন করা হবে। আবুল হাশেমের নির্দেশনায় শ্রী শচীননাথ সেন পালাকারের রচিত এই পালা পরিবেশন করবে যাত্রাবন্ধু অপেরা।

এই যাত্রা উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Loading...