বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে অবতরণ করেন কোচ পিটার বাটলারের শিষ্যরা।
টাইগ্রেসরা কাঠমান্ডুতে বুধবার (৩০ অক্টোবর) রাতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি ২০২২ সালেও একই প্রতিপক্ষকে পরাজিত করে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের শিরোপা জিতেছিল। এবার দাপট দেখিয়ে সেই শিরোপা ধরে রেখেছেন রিতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মাসুরা পারভিনরা।
দেশে ফেরা বিজয়ী ফুটবলারদের বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফের শীর্ষ কর্মকর্তা এবং সাধারণ মানুষও। বিমানবন্দরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবেন অধিনায়ক সাবিনা খাতুন। পরে ছাদ-খোলা বাসে করে তাঁদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নেওয়া হবে।