loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

ইউরোপের ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন সাফ-সেরা ঋতুপর্ণা


ইউরোপের ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন সাফ-সেরা ঋতুপর্ণা

নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ইতোমধ্যে অন্তত দু’টি বিদেশি ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ঋতুপর্ণা দুই বিদেশি ক্লাবে খেলার প্রস্তাবের কথা জানিয়ে বলেন, তিনি এই সাফ চলাবস্থায় ভারতের একটি ক্লাব ও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন।

বাংলাদেশের নারী ফুটবলারদের বিদেশি ক্লাবে খেলার ঘটনা নতুন নয়। এর আগে ভারতের ক্লাবে খেলেছেন সাবিনা খাতুন ও সান্জিদা খাতুনরা। তবে ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব আসা এই প্রথম।

ঋতুপর্ণা অবশ্য সব কিছু চূড়ান্ত হওয়ার আগে ক্লাবের নাম জানাতে চান-না। তিনি বলেছেন, সব কিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাবেন।

Loading...