প্রতীকী ছবি
বাংলাদেশের আরও একটি কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) প্রদত্ত প্লাটিনাম লিড সনদ পেয়েছে। ভবন নকশা, নির্মাণ ও পরিচালনায় টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী সদস্যপদভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইউএসজিবিসি’র তথ্যানুযায়ী, গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ‘কটন ফিল্ড বিডি লিমিটেড’ পোশাক কারখানাটি ১১০-এর মধ্যে ৮৬ স্কোর করেছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর তথ্যানুসারে, এর মধ্যদিয়ে বাংলাদেশে এখন ২৩০টি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) প্রত্যয়িত কারখানা রয়েছে, যার মধ্যে ৯২টি প্লাটিনাম স্ট্যাটাস এবং ১২৪টি গোল্ড স্ট্যাটাস অর্জন করেছে।
শুধু তা-ই নয়, বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটপ্রাপ্ত লিড সার্টিফাইড কারখানার মধ্যে এখন বাংলাদেশেরই ৬২টি।