ইংলিশ প্রিমিয়ার লিগে দুই জায়ান্ট ক্লাব – ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল একইদিনে পরাজয়ের স্বাদ পেলো। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি শনিবার (২ নভেম্বর) বোর্নম্যাথের মাঠে ২-১ গোলে হেরে গেছে। এদিন নবম ও ৬৪ মিনিটে দুই গোল হজমের পরে ৮২ মিনিটে ‘দি সিটিজেন্স’-এর হয়ে একটি গোল শোধ দেন জস্কো গ্যাবার্ডিওল।
সেইন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। আলেকজান্ডার ইসাক দলের পক্ষে দ্বাদশ মিনিটে একমাত্র গোলটি করেন।
অন্যদিকে, লিভারপুল পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়োনকে। ‘দি রেডস’ এদিন নিজ মাঠ অ্যানফিল্ডে চতুর্দশ মিনিটে পিছিয়ে পড়লেও ৭০ মিনিটে কোডি গ্যাকপো সমতা ফেরানোর দুই মিনিট পরে মোহাম্মদ সালাহর লক্ষ্যভেদে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।
এই জয়ে লিভারপুল পয়েন্ট টেবিলের শীর্ষেও ফিরেছে (২৫ পয়েন্ট)। ম্যানসিটি তাঁদের চেয়ে দুই পয়েন্ট পেছনে থেকে দুইয়ে নেমে গেছে। ১৮ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান চতুর্থ।