loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জরুরি সেবার নম্বর নকল করে চাওয়া হচ্ছে পিন; সতর্কবার্তা জারি

  • আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধি

  • বিআরটিএ’র শনিবারের ছুটি বাতিল, চলবে কার্যক্রম

  • নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে

ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয় – ‘দরদ’ আবার প্রমাণ করলো


ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয় – ‘দরদ’ আবার প্রমাণ করলো

শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার এক বিশেষ প্রদর্শনী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। গত শুক্রবার রাতে মহাখালীতে এসকেএস স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সৌজন্যে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

সিনেমা শেষে শাকিব খান বলেন, এ-বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন ‘দরদ’-এর। এর অর্থ হলো ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা আগেও সুপারহিট হয়েছে। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের যত বিগ হিট সিনেমা, যেমন – ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘কোটি টাকার কাবিন’ – সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই হিট। আজকে দরদ আবারও সেটা প্রমাণ করলো।’

বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ নিয়ে এক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, তিনি নিজেই নায়িকাদের শিডিউল পাচ্ছেন-না। তিনি যেহেতু বছরের দুই তিনটা ছবি করেন – তাই তাঁর সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের দেশি নায়িকা যাঁরা রয়েছেন, তাঁরা অনেক বেশি কাজ করেন। তাই তাঁদের ব্যস্ত থাকতে হয়। তাঁদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।

শাকিব খান ছাড়াও এই বিশেষ প্রদর্শনীতে দেশের এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন। তাঁরা হলেন – ‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন, পূজা চেরি, সিয়াম আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, সেমন্তি সৌমি প্রমুখ।

Loading...