ওটিটি মাধ্যম এনিগমা দোয়েল টেলিভিশন প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বিনোদনের খোরাক নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই ওটিটি মাধ্যমটি আগামী বছরের ৬ মে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে।
এনিগমা টিভির উদ্যোগে রাজধানীর ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে ‘লেটস টক’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে শনিবার (৩০ নভেম্বর) এ-তথ্য জানানো হয়। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
সেমিনারে সারাদেশের ৩০,০০০ স্কুলের ছয় কোটি শিক্ষার্থীদের চিন্তা-চেতনাকে মাথায় রেখেই এনিগমা দোয়েল ওটিটি মাধ্যম নিজস্ব অনুষ্ঠান সাজাবে বলে জানানো হয়। অন্যদিকে, শূন্য থেকে ২৫ বছর বয়সীদের টার্গেট করেই মাধ্যমটি তাঁদের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের উদ্যোগ নিয়েছে।