বাংলাদেশী অভিনেত্রী শারমিন জোহা শশী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন। ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর বিয়ে সম্পন্ন হয়।
শশী নিজেই বিয়ের খবরটি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। তিনি বর খালিদ হোসাইন অভির সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত!’
“Alhamdulillah, we are married! What started as a beautiful friendship during our Reply 1988 journey has now turned into a lifelong commitment. With the blessings of our families in a small intimate ceremony we have started this new chapter of life together. Your love and prayers mean so much to us. Please keep us in your Duas.”
জানা গেছে, শশীর স্বামী খালিদ হোসেন অভি ব্রডকাস্টিং অ্যান্ড মিডিয়া প্রোডাকশন কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি পেশায় একজন ভয়েস অ্যাকটিং ডিরেক্টর।
শশীর বিয়ের পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত অনুরাগী থেকে শুরু করে তারঁ সহকর্মী।