loader image for Bangladeshinfo

শিরোনাম

  • পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে

  • রিজার্ভ ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত

  • চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঢাকা ও বেইজিং-এর মধ্যে নয়টি চুক্তি স্বাক্ষরিত

  • বিএমইউ বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

বাংলাদেশি গিটারবাদক পিকলু আর নেই


বাংলাদেশি গিটারবাদক পিকলু আর নেই

‘অর্থহীন’ ও ‘রকস্ট্রাটা’ ব্যান্ডের সাবেক গিটারবাদক মিনহাজ আহমেদ পিকলু আর নেই। ঢাকায় শুক্রবার (২০ ডিসেম্বর) রাত নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, পিকলু রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পিকলু ছিলেন বাংলাদেশের কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীদের অন্যতম। তিনি আশির দশকের মাঝামাঝি থেকে বাংলাদেশি হেভি মেটাল ব্যান্ড ‘জলি রোজার্স’-এ যোগ দিয়ে গিটার বাজানো শুরু করেন। তিনি নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন জনপ্রিয় ব্যান্ড ‘রকস্ট্রাটা’ ও ‘ওয়ারফেইজ’-এর সঙ্গেও গিটার বাজিয়েছেন।

পিকলু ‘অর্থহীন’ ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে। তিনি ‘অর্থহীন’-এর বেশ কিছু জনপ্রিয় গানের গিটার বাদন ও কম্পোজিশনে অংশ নেন।

পিকলুর মৃত্যুতে দেশের রক-মেটাল ঘরানার শিল্পী ও ব্যান্ডগুলো গভীর শোক প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছে – তাঁর সাবেক ব্যান্ড ‘রকস্ট্রাটা’এবং শিল্পীদের মধ্যে ইব্রাহিম আহমেদ কমল, শেখ মনিরুল আলম টিপু, রায়েফ আল হাসান রাফা প্রমুখ।

Loading...