loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • দেশে ২০ জানুয়ারি থেকে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

  • অ্যানফিল্ডে লিভারপুলকে রুখে দিলো ম্যানইউ

  • খালেদা জিয়া মঙ্গলবার লন্ডন রওনা দেবেন

  • বিশিষ্ট অভিনেতা প্রবীর মিত্র আর নেই

ফুলে-কান্নায় অভিনেত্রী অঞ্জনাকে বিদায়; বনানীতে সমাহিত


ফুলে-কান্নায় অভিনেত্রী অঞ্জনাকে বিদায়; বনানীতে সমাহিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বাংলাদেশি অভিনেত্রী অঞ্জনা রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এফডিসি প্রাঙ্গণে এসেছিলেন তাঁর সহশিল্পীরা। দুপুর সাড়ে ১২টায় তাঁর মরদেহ এফডিসিতে আনা হয়, প্রথম জানাজা শেষে দুপুর দুইটায় নেওয়া হয় চ্যানেল আইতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে সমাহিত করা হয় সোনালি দিনের এই নন্দিত অভিনেত্রীকে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

এফডিসিতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন নায়ক আলমগীর, উজ্জ্বল, নতুন, পরিচালক মতিন রহমান, মিশা সওদাগর, চিত্রনায়িকা অপু বিশ্বাস, মুক্তি, সুব্রত, মেহেদী। এছাড়া, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

চ্যানেল আইয়ে এসেছিলেন কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, ইলিয়াস কাঞ্চনসহ অনেকেই। তাঁরা অঞ্জনা রহমানকে শ্রদ্ধা জানান ফুল দিয়ে, কেউ ভেঙে পড়েন কান্নায়।

অভিনেত্রী অঞ্জনা ১৯৮১ সালে 'গাংচিল' ও ১৯৮৬ সালে 'পরিণীতা' চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত 'সেতু' দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত 'দস্যু বনহুর' (১৯৭৬)।

১৯৭৮ সালে তিনি আজিজুর রহমান পরিচালিত 'অশিক্ষিত' চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন। রাজ্জাকের বিপরীতেই ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনেত্রী অঞ্জনা বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাত ১টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অঞ্জনা ডিসেম্বরের শুরুতে জ্বরাক্রান্ত হন। জ্বর না-কমায় ২২ ডিসেম্বর তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়েছিল।

Loading...