loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আট বছর পরে ইতালিয়ান সুপার কাপ জিতলো এসি মিলান

  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত; তিব্বতে মৃতের সংখ্যা বাড়ছে

  • ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ আগামী মাসে প্রতিষ্ঠা করে হবে: নাহিদ

  • শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • দেশে ২০ জানুয়ারি থেকে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

বিশিষ্ট অভিনেতা প্রবীর মিত্র আর নেই


বিশিষ্ট অভিনেতা প্রবীর মিত্র আর নেই

খ্যাতিমান বাংলাদেশি অভিনেতা প্রবীর মিত্র আর নেই। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতার পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ৮১ বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে দিনে দিনে তাঁর  শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ অগাস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন । তাঁর পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন।

প্রবীর মিত্র ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন।

তিনি ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয়–পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Loading...