loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বিজিএমইএ’র প্রশাসকের সঙ্গে ডব্লিউআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ


বিজিএমইএ’র প্রশাসকের সঙ্গে ডব্লিউআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি)’র একটি প্রতিনিধি দল সম্প্রতি রাজধানীর উত্তরাস্থ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র কমপ্লেক্সে বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন – ডব্লিউআরসি’র ডাইরেক্টর অফ ইন্টারন্যাশনাল এডভোকেসি তুলসী নারায়নস্বামী, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মনোদ্বীপ গুহ এবং বাংলাদেশে ডব্লিউআরসির প্রতিনিধি সৈকত মল্লিক। বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বিজিএমইএ প্রশাসক ডব্লিউআরসি’র প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, এই শিল্পের চ্যালেঞ্জ ও সুযোগ, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্প কিভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করেছে, শ্রমমান উন্নয়ন এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে বাস্তব রূপান্তরের মধ্য দিয়ে গেছে – তা তুলে ধরেন।

আলোচনাকালে আনোয়ার হোসেন পোশাক শিল্পকে আরও টেকসই করতে যৌক্তিক মূল্য – যা পোশাক-শ্রমিকদের কল্যাণ প্রভাবিত করে, তার উপর জোর দেন। তিনি বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, অথচ ক্রেতাদের অফার করা মূল্যে সেই বাস্তবতা ও যৌক্তিকতা প্রতিফলিত হচ্ছে-না।

তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে একটি নিরাপদ ও নৈতিক পোশাক সোর্সিং গন্তব্য হিসেবে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে। তিনি ডব্লিউআরসি’র নেতাদেরকে শ্রমমান উন্নয়ন ও যৌক্তিক মূল্য পরিশোধের বিষয়ে ব্র্যান্ড ক্রেতাদের উপর চাপ দেওয়ার জন্য অনুরোধ জানান।

Loading...