ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি)’র একটি প্রতিনিধি দল সম্প্রতি রাজধানীর উত্তরাস্থ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র কমপ্লেক্সে বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন – ডব্লিউআরসি’র ডাইরেক্টর অফ ইন্টারন্যাশনাল এডভোকেসি তুলসী নারায়নস্বামী, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মনোদ্বীপ গুহ এবং বাংলাদেশে ডব্লিউআরসির প্রতিনিধি সৈকত মল্লিক। বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বিজিএমইএ প্রশাসক ডব্লিউআরসি’র প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, এই শিল্পের চ্যালেঞ্জ ও সুযোগ, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্প কিভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করেছে, শ্রমমান উন্নয়ন এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে বাস্তব রূপান্তরের মধ্য দিয়ে গেছে – তা তুলে ধরেন।
আলোচনাকালে আনোয়ার হোসেন পোশাক শিল্পকে আরও টেকসই করতে যৌক্তিক মূল্য – যা পোশাক-শ্রমিকদের কল্যাণ প্রভাবিত করে, তার উপর জোর দেন। তিনি বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, অথচ ক্রেতাদের অফার করা মূল্যে সেই বাস্তবতা ও যৌক্তিকতা প্রতিফলিত হচ্ছে-না।
তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে একটি নিরাপদ ও নৈতিক পোশাক সোর্সিং গন্তব্য হিসেবে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে। তিনি ডব্লিউআরসি’র নেতাদেরকে শ্রমমান উন্নয়ন ও যৌক্তিক মূল্য পরিশোধের বিষয়ে ব্র্যান্ড ক্রেতাদের উপর চাপ দেওয়ার জন্য অনুরোধ জানান।