বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জিতে অপরাজিত রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির পয়েন্ট ১৬; যেখানে দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশালের সংগ্রহ তাঁদের অর্ধেক। রংপুর শুক্রবার (১৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং কিংসকে ৩৩ রানে হারিয়ে প্লে-অফ পর্বে উত্তরণও নিশ্চিত করেছে। বিপিএল-এর লিগ পর্বে রংপুরের ম্যাচ বাকি আছে আরও চারটি, যার সবগুলোটিতে হারলেও দলটির শেষ চারে খেলা নিয়ে সমস্যা হবে-না।
চলতি বিপিএল-এ সাতটি দল খেলছে; যার মধ্যে প্লে-অফ খেলবে চারটি দল। একটি জয় ও সাতটি পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস-এর পয়েন্ট দুই। পরের চার ম্যাচে জিতলেও দলটির পয়েন্ট হবে ১০। টেবিলের ছয় নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্সের সাত ম্যাচে চার পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচে জিতলে তাঁদের পয়েন্ট হবে ১৪ পয়েন্ট। এই দলটি রংপুরকে ছাড়িয়ে যেতে পারবে-না।
পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা বাকি পাঁচ দলের মধ্য থেকে চারটি দল প্লে-অফ পর্বে খেলবে।
খুলনা টাইগার্স ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। পরের ছয় ম্যাচে জিতলে তাঁদের হবে ১৬ পয়েন্ট। সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী রয়েছে চার নম্বরে। তাঁরাও যদি নিজেদের শেষ পাঁচ ম্যাচ জেতে, তাহলে তাঁদেরও ১৬ পয়েন্ট হবে। কিন্তু খুলনা ও রাজশাহীর মধ্যে নিশ্চিতভাবে দুই পয়েন্ট হারাবে কোনো দল। যে-দল হারবে, টুর্নামেন্টে তাঁরা পরের সব ম্যাচ জিতলেও তাঁদের পয়েন্ট হবে ১৪। অর্থাৎ, রংপুরের ১৬ পয়েন্টকে ছাড়িয়ে যেতে পারবে-না। সুতরাং রংপুর চার দলের মধ্যেই থাকবে।
পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা ফরচুন বরিশাল ও চিটাগং কিংস-এর সংগ্রহ ছয় ম্যাচে আট পয়েন্ট।