ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের (১৮ জানুয়ারি) এক ম্যাচে যোগ করা সময়ে দুই গোল হলো দুই মিনিটের (৯১ ও ৯৩) ব্যবধানে। বদলি হিসাবে নামা উরুগুইয়ান ফরোয়ার্ড ডারউইন নুনেজ লিভারপুলের সব টেনশনকে উড়িয়ে দিয়ে করলেন গোল দু’টি। আর সেই দুই গোলের সুবাদেই দলটি ম্যাচ জিতলো ২-০ গোলে।
ব্রেন্টফোর্ডের মাঠে ‘দি রেডস’ ম্যাচের শুরু থেকেই ছিল শ্রেয়তর দল। সময় যত গড়িয়েছে, দলটির আক্রমণের ধার ততোই বেড়েছে; তবে গোল হচ্ছিলো-না কিছুতেই। অন্যদিকে, স্বাগতিক ক্লাবটি খেলেছে প্রতি-আক্রমণ কৌশলে। আর সেটিও সফল হতেই পারতো; তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে হয়নি।
লিভারপুলের একের পর এক আক্রমণ ভেস্তে গেলেও দলটি আশা হারায়নি। নুনেজ ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ের শুরুতে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের পাস থেকে গোল করে ডেডলক ভাঙেন। তিনি এর পরের দুই মিনিটের মধ্যেই দ্বিতীয় গোলটাও পেয়ে যান। ফলে এলো দারুণ স্বস্তির এক জয়।
আর্ন স্লটের শিষ্যরা এই জয়ে ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান সুসংহত করলো। তাঁদের পয়েন্ট ২১ ম্যাচে ৫০। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২২ ম্যাচে ৪৪।
‘দি গানার্স’ দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ গােলে ড্র করেছে।