loader image for Bangladeshinfo

শিরোনাম

  • যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো

  • এনামুলের সেঞ্চুরি সত্ত্বেও খুলনার বিরুদ্ধে রাজশাহীর পরাজয়

  • চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় স্থানে বরিশাল

  • টাইগ্রেসদের বিশ্বকাপের খেলার পথ কঠিন হলো

  • আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের আহ্বান

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত


মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১৯ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। এদিন বিকেল সাড়ে চারটার পরে এই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ৫,৩৭২ জন পরীক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। – স্থানীয় সংবাদ মাধ্যমের।

চিকিৎসা মহাবিদ্যালয়ের ভর্তিচ্ছু বাছাইয়ে গত শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য এক লাখ ৩১,৭২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৬০,০৯৬ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার প্রায় ৪৬ শতাংশ। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর (৯০.৭৬) পেয়েছেন একজন ছাত্র।

উত্তীর্ণদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ছিলেন ২২,১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬.৮৭ শতাংশ। উত্তীর্ণ নারী পরীক্ষার্থীর সংখ্যা ৩৭,৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩.১৩ শতাংশ।

ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনেও এসএমএস বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাঠানো হবে।

বাংলাদেশে কোটাসহ মেডিক্যাল কলেজে মোট আসন ৫,৩৮০টি। সেই হিসাবে এই বছর প্রতি আসনের জন্য ২৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এ-বছর ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের ৫,৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজের ৬,২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫,৩৭২ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

সরকারি মেডিক্যাল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশ করা হবে।

Loading...