loader image for Bangladeshinfo

শিরোনাম

  • পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে

  • রিজার্ভ ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত

  • চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঢাকা ও বেইজিং-এর মধ্যে নয়টি চুক্তি স্বাক্ষরিত

  • বিএমইউ বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে চিটাগং; এলিমিনেটরে রংপুর


বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে চিটাগং; এলিমিনেটরে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে ফরচুন বরিশালের কোয়ালিফায়ার-এ উত্তরণ নিশ্চিত হয়েছিল আগেই। চিটাগং কিংসও প্লে-অফ পর্বে খেলা নিশ্চিত করেছিল; তবুও তাঁদের সামনে একটা সমীকরণ ছিল – এই ম্যাচটা জিতলে এলিমিনেটরের বদলে কোয়ালিফায়ার খেলার সুযোগ থাকবে। চিটাগং সেই সুযোগ শনিবার (১ ফেব্রুয়ারি) ভালোভাবেই কাজে লাগিয়েছে। দলটি লিগ পর্বের শেষ ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বরিশালকে ২৪ রানে পরাজিত করেছে। এই দু’দলই সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ার-এ আবার মুখোমুখি হবে। একইদিনে প্রথম এলিমেনটর ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

চিটাগং কিংস বিপিএল টি-২০’র লিগ পর্বের শেষ ম্যাচটি জিতেছে ২৪ রানে। দলটি শনিবার (১ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে চার উইকেটে ২০৬ রান করে। জবাবে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সাত উইকেটে ১৮২ রান করতে পেরেছে।

চিটাগং এই জয়ে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠলো। ১২ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান (১৬) হলেও নেট রান রেটের ব্যবধানে চিটাগং এগিয়ে রয়েছে রংপুরের চেয়ে। ফলে, দলটি প্লে-অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জায়গা করে নিয়েছে।

প্রথম কোয়ালিফায়ার-এ তাঁদের প্রতিপক্ষ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বরিশাল। দুই দল সোমবার (৩ ফেব্রুয়ারি) একই ভেনুতে ফের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে সরাসরি খেলবে। অন্যদিকে, পরাজিত দল আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলে শিরোপা-নির্ধারণী লড়াই করার।

সোমবার একই মাঠে আরেক ম্যাচে (এলিমেনটর)-এ খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এই ম্যাচের জয়ী দল প্রথম কোয়ালিফায়ার-এর পরাজিত দলের বিরুদ্ধে বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে, মিরপুরেই।

বিপিএল-এর ফাইনাল ম্যাচ হবে ঢাকাতেই, শুক্রবার (৭ ফেব্রুয়ারি)।

Loading...