loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

চট্টগ্রাম ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট কনসার্ট’ ৬ ফেব্রুয়ারি


চট্টগ্রাম ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট কনসার্ট’ ৬ ফেব্রুয়ারি

চট্টগ্রাম ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্ট আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজন করা হবে। রকস্টার নগরবাউল জেমস এদিন সন্ধ্যায় গানে-গানে উৎসব রঙিন করে তুলবেন। এছাড়াও পারফর্ম করবেন বর্তমান সময়ের জনপ্রিয় আরও সাতটি ব্যান্ড। কনসার্ট দুপুর থেকে শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স রুমে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম ফুল উৎসবের ‘গালা নাইট কনসার্ট’ আয়োজন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম নগরের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে আমরা গত ৪ জানুয়ারি থেকে ফুল উৎসব শুরু করেছিলাম। এই উৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ‘গালা নাইট কনসার্ট’-এর আয়োজন করতে যাচ্ছি। মাসব্যাপী এত বড় কর্মযজ্ঞ আপনাদের এবং চট্টগ্রামবাসীর সহযোগিতার কারণে সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

তিনি জানান, ‘গালা নাইট কনসার্ট’-এ নিরাপত্তার জন্য ১,০০০ পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এই কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউল, তিরন্দাজ, লালন, সোলস, আর্টসেল, শিরোনামহীন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ বেশ কিছু প্রসিদ্ধ ব্যান্ড দল পারফরম্যান্স করবেন। জেলা প্রশাসক বলেন, এম এ আজিজ স্টেডিয়ামে ৪০,০০০ দর্শক ধারণ-ক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে তাঁরা ৩৫,০০০ দর্শক প্রবেশের ব্যবস্থা করেছেন। এরমধ্যে ১৫,০০০ মাঠে এবং ২০,০০০ গ্যালারিতে থাকবে।

মাঠের টিকিটের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা আর গ্যালারিতে ৩০০ টাকা।

৬ ফেব্রুয়ারি দুপুর থেকে এম এ আজিজ স্টেডিয়াম উন্মুক্ত করে দেওয়া হবে। বিভিন্ন শিল্পীরা ধাপে ধাপে গান পরিবেশন করবেন। আশা করা হচ্ছে, জেমস রাত নয়টা বা সাড়ে নয়টায় মঞ্চে উঠবেন।

স্টেডিয়ামের ভেতরে কিছু স্টল ও মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে। এছাড়া কাজীর দেউড়ি মোড়ে একটি এলইডি স্ত্রিনের ব্যবস্থা থাকবে, যাতে বাইরের দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

Loading...