সংক্ষিপ্ত স্কোর
চিটাগং কিংস: ২০ ওভারে ১৪৯-৯ (শামীম ৭৯, পারভেজ ৩৬; আলী ৫-২৪, মায়ার্স ২-২৭)
ফরচুন বরিশাল: ১৭.২ ওভারে ১৫০-১ (হৃদয় ৮২*, ম্যালান ৩৪*, তামিম ২৯; খালেদ ১-৩৪)
ফলাফল: বরিশাল নয় উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: মোহাম্মদ আলী (ফরচুন বরিশাল)
চিটাগং কিংস এদিন বরিশালের কাছে হারলেও ফাইনালে উঠার আরেকটি সুযোগ পাবে। দলটি বুধবার (৫ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে। মেহেদী হাসান মিরাজের খুলনা সোমবার দিনের প্রথম ম্যাচে (এলিমিনেটর) রংপুরকে রাইডার্সকে নয় উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ফরচুন বরিশাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্তভাবে ছুটছে। তামিম ইকবালের দল সেই ধারাবাহিকতায় সোমবার (৩ ফেব্রুয়ারি) টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো। দলটি এদিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে নয় উইকেটে পরাজিত করেছে। অন্যদিকে, হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে চিটাগাংয়েরও। আর এজন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি ) হারাতে হবে খুলনা টাইগার্সকে। মোহাম্মদ মিঠুনের দলকে সেদিন মেহেদি হাসান মিরাজের খুলনার মুখোমুখি হতে হবে।
ফাইনালে উঠতে বরিশাল সোমবার ১৫০ রান লক্ষ্য পেয়েছিল। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ওপেনিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন। তিনি তাওহিদ হৃদয়ের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন। তিনি ড্রেসিংরুমে ফেরার আগে চার চারে করেন ২৯ রান। তবে দলকে বড় জয় এনে দিয়েছেন হৃদয়। তিনি ৫৬ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ১৬ বল হাতে রেখে পাওয়া জয়ের ইনিংসটি সাজিয়েছেন নয়টি চার ও দুই ছক্কায়।
ডেভিড মালান এদিন হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছেন। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে ৯৫ রানের অপরাজিত জুটি গড়েন। মালান দুই চার ও এক ছয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন।
এর আগে চিটাগংকে বড় সংগ্রহ গড়তে দেননি বরিশালের পেসার মোহাম্মদ আলি। পাকিস্তানি এই পেসার বিপিএল-এর অভিষেকে পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষকে নয় উইকেটে ১৪৯ রানের বেশি করতে দেননি। অথচ, স্কোরটা আরও বড় হতে পারতো চিটাগাংয়ের। দলটি শেষ চার উইকেট হারিয়েছে সাত রানে।
আলী চিটাগাংয়ের শেষ টার উইকেটই নিয়েছেন। ফলে তিনি গড়েছেন অনন্য রেকর্ড। বিপিএল-এর ইতিহাসে এক ওভারে আর কোনো বোলার চার উইকেট পাননি।
চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন শামীম হোসেন পাটোয়ারি।