loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

আর্সেনালকে হারিয়ে লিগ কাপের ফাইনালে নিউক্যাসেল


আর্সেনালকে হারিয়ে লিগ কাপের ফাইনালে নিউক্যাসেল

আর্সেনাল আবারও নিউক্যাসেল ইউনাইটেডের কাছে হার মানলো। ‘দি গানার্স’ সেন্ট জেমস পার্কে বুধবার (৫ ফেব্রুয়ারি) আধিপত্য দেখিয়েও কাজের কাজ করতে পারেনি। পক্ষান্তরে, নিউক্যাসেল দুই অর্ধে দুই গোল করে অনায়াসেই লিগ কাপের ফাইনালে উঠে গেলো। দলটি এদিন ২-০ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধান গড়ে জয়ী হলো।

মিকেল আর্তেতার আর্সেনাল মাত্র তিন দিন আগেই প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে হারিয়েছিল। তবে এই ম্যাচে সেই নৈপুণ্যের ছিটেফোঁটাও দেখা যায়নি। নিউক্যাসেলের জ্যাকব মার্ফি অষ্টাদশ নিউক্যাসলকে এগিয়ে নেওয়ার পরে অ্যান্থনি গর্ডন ৫২ মিনিটে ব্যবধান বৃদ্ধি করেন।

আর্সেনাল এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে মোট পাঁচটি ম্যাচে পরাজিত হলো, যার তিনটিই নিউক্যাসেলের বিপক্ষে। দলটি এফএ কাপ থেকে আগেই ছিটকে গেছে; আর এবার তাঁদের লিগ কাপের পথচলাও শেষ হলো। অবশ্য তাঁরা প্রিমিয়ার লিগ ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে রয়েছে।

নিউক্যাসেল লিগ কাপের ২০২২-২৩ আসরের ফাইনালেও উঠেছিল। সেবার দলটির শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে। তাঁরা এক মৌসুম বাদে আরেকটি ফাইনালে লিভারপুল অথবা টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে লড়বে।

Loading...