বাংলাদেশে দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা লক্ষ্যে ক্লাউডক্যাম্প ফাউন্ডেশন তাঁদের এআইভিত্তিক ওপেন-সোর্স ক্যারিয়ার ম্যানেজমেন্ট টুল ‘ক্যারিয়ার ক্যানভাস’ চালু করেছে। ঢাকায় আয়োজিত এক উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
‘ক্যারিয়ার ক্যানভাস’ শিক্ষার্থীদের জন্য এআইভিত্তিক ক্যারিয়ার পরিকল্পনার নতুন উপায়। এটি মূলত নবম শ্রেণি, এসএসসি, এইচএসসি, পলিটেকনিক, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তৈরি একটি উন্মুক্ত ও স্বয়ংসম্পূর্ণ ক্যারিয়ার উন্নয়ন প্ল্যাটফর্ম। এটি শিক্ষার্থীদের গ্লোবাল স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার পরিকল্পনা, ও আন্তর্জাতিক ক্যারিয়ার গাইডেন্স পাওয়ার সুযোগ প্রদান করে।
‘ক্যারিয়ার ক্যানভাস’ কিভাবে শিক্ষার্থীদের সহায়তা করবে
* সাইকোমেট্রিক বিশ্লেষণ – শিক্ষার্থীদের স্বপ্ন, শক্তি ও ক্যারিয়ারের সম্ভাব্য পথ চিহ্নিত করতে সহায়ক।
* আকাঙ্ক্ষিত ক্যারিয়ার পরিকল্পনা – ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সঠিক ক্যারিয়ার গড়ার পথনির্দেশ।
* বিশ্বব্যাপী চাকরির প্রবণতা – গ্লোবাল চাকরির বাজার বিশ্লেষণ ও হালনাগাদ তথ্য প্রদান।
* ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন – স্কিল গ্যাপ এনালাইসিস ও কাস্টমাইজড স্কিল ট্রেনিং ম্যাপিং।
* পেশাগত ব্র্যান্ডিং ও ক্যারিয়ার উন্নতি – শিক্ষার্থীদের পেশাদার পরিচয় গড়তে সহায়তা করা এবং চাকরির বাজারে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করা।
স্বেচ্ছাসেবীদের ওপেন-সোর্স উদ্যোগ
এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন বাংলাদেশের প্রযুক্তি ও নন-টেক পেশাদারদের স্বেচ্ছাসেবী দল, যাঁরা ক্যারিয়ার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিশ্চিত করতে একসাথে কাজ করেছেন।
ক্লাউডক্যাম্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ জামান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের কর্মশক্তিকে আধুনিক চাকরির বাজারের উপযোগী করতে এআই-চালিত ক্যারিয়ার পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার ক্যানভাস সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে – যাতে শিক্ষার্থীরা দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনার সঠিক দিক-নির্দেশনা পায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন – মাহবুব জামান, বোর্ড মেম্বার, ক্লাউডক্যাম্প ফাউন্ডেশন; জিয়া উদ্দিন আহমেদ, চিফ অপারেটিং অফিসার, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ; আবদুর রহমান মামুন, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, নেটকম লার্নিং।
‘ক্যারিয়ার ক্যানভাস’ ডেভেলপার টিমের অভিজ্ঞতা
ক্যারিয়ার ক্যানভাসের মূল ডেভেলপার শাহিদ হোসেন, তানভির আহমেদ খান, মাহমুদুর রহমান ও আজিম তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁরা বলেন, এই প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে তাঁরা নিজেরাই নিজেদের স্কিল ডেভেলপ করতে পেরেছেন এবং নতুন উদ্ভাবনী প্রযুক্তির সাথে কাজ করার সুযোগ পেয়েছেন।
সকল দক্ষতা উন্নয়ন সংস্থার জন্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম
‘ক্যারিয়ার ক্যানভাস’ বাংলাদেশের সকল দক্ষতা উন্নয়ন সংস্থার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যেকোনো প্রতিষ্ঠান এই ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তাঁদের নিজস্ব ক্যারিয়ার উন্নয়ন সমাধান তৈরি করতে পারবে।
পরবর্তী পরিকল্পনা
ক্লাউডক্যাম্প ফাউন্ডেশন আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি খাতের সাথে কাজ করে ‘ক্যারিয়ার ক্যানভাস’-এর প্রভাব বাড়াতে চায়। তাঁরা চায় – প্রতিটি শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবী এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের ক্যারিয়ার গঠনের সঠিক দিকনির্দেশনা পাক।
বিস্তারিত জানতে ও ক্যারিয়ার ক্যানভাস ব্যবহার করতে ভিজিট করুন: https://careercanvas.pro
ক্লাউডক্যাম্প ফাউন্ডেশন সম্পর্কে
ক্লাউডক্যাম্প ফাউন্ডেশন একটি নন-প্রফিট সংস্থা, যা বাংলাদেশে ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও এআই লিটারেসি বৃদ্ধিতে কাজ করে। সংস্থাটি ওপেন-সোর্স ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি কল্যাবোরেশন ও এআই-ফার্স্ট ক্যারিয়ার সমাধান তৈরি করে ভবিষ্যৎ কর্মশক্তিকে আধুনিক চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করে।
– সংবাদ বিজ্ঞপ্তি