loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন

  • চার বিভাগীয় শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল

  • ঈদের ছুটির পরে মেট্রোরেল চলাচল ফের শুরু

  • দেশের জ্বালানি তেলের দাম এপ্রিলে অপরিবর্তিত থাকবে

  • সেনাবাহিনী নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতে কাজ করছে

দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচ জিতে শীর্ষে বার্সা


দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচ জিতে শীর্ষে বার্সা

চলতি মৌসুমে এফসি বার্সেলোনা আরেকটি কামব্যাক দেখালো। লা লিগায় সম্ভাব্য শীর্ষস্থান পুনরুদ্ধারের দিনে রোববার (১৬ মার্চ) দলটির আরেকটি দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলো। ক্যাটালুনিয়ার ক্লাবটি এদিন প্রতিপক্ষের মাঠে দুই গোলে পিছিয়ে থেকে পূর্ণ পয়েন্টই অর্জন করেছে ৪-২ গোলে জিতে। বার্সা গত ফেব্রুয়ারিতেও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দাপট দেখিয়েছিল। কোপা ডেল রে’র সেই ম্যাচটিতে অবশ্য জয় আসেনি। তবে, এবার লা লিগায় ফলাফল বিপরীত। এদিন হ্যান্সি ফ্লিকের দল অনেকটা নিশ্চিত পয়েন্ট হারানোর দশা থেকে বের হয়ে এসেছে। ফলে, তাঁরা লিগ টেবিলের শীর্ষেও উঠলো। এক ম্যাচ বেশি খেলে সমান ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ।

বার্সা এদিন ম্যাচে বল দখল, গোলে শট কিংবা আক্রমণ – সব বিভাগে দাপট দেখিয়েছে; যদিও ৭১ মিনিট পর্যন্ত বল জালে জড়াতে পারেনি। বরং ততক্ষণে দুই গোল হজম করে পরাজয়ের শঙ্কায় ছিল। যাহোক, এরপরেই ঝলক দেখান – রবার্ট লেভান্ডোভস্কি, ফেরান টরেস ও লামিনে ইয়ামাল।

অ্যাটলেটিকোর জুলিয়ান আলভারেজ নিজেদের মাঠে ৪৫ মিনিটে দলকে এগিয়ে দেন। আলেক্সান্ডার সোরলথ ৭০ মিনিটে ব্যবধান বৃদ্ধি করেন। দুই গোলে পিছিয়ে গিয়ে বার্সার প্রত্যাবর্তন তখন প্রায় অসম্ভব মনে হচ্ছিলো। তবে, পোলিশ স্ট্রাইকার লেভান্ডোভস্কি ৭২ মিনিটে গোল করার পরে টরেস ৭৮ মিনিটে ব্যবধান ২-২ করেন। ইয়ামাল যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলকে জয়ের পথ দেখান । ম্যাচ শেষের আগমুহূর্তে টরেস দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ২৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৬০। এক ম্যাচ বেশি খেলে রিয়ালের পয়েন্টও সমান; তবে শীর্ষে রয়েছে বার্সাই। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো।

বার্সা আগামী ৩০ মার্চ জিরোনার বিপক্ষে লড়বে। অ্যাটলেটিকো ২৯ মার্চ এস্পানিওলের মোকাবেলা করবে।

বার্সা ও অ্যাটলেটিকো এপ্রিলের ৩ তারিখে কোপা ডেল রে’র ফাইনালে উঠার লড়াইয়ে আবারও মুখোমুখি হবে।

Loading...