ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী অনেক অপেক্ষা শেষে সোমবার (১৭ মার্চ) সিলেটে এলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে তাঁর যুক্ত হওয়া আশার সঞ্চার করেছে দেশের ফুটবল-মহলে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য দেওয়ান হামজা চৌধুরী এখন পিতৃভূমি সিলেটে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার সোমবার (১৭ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। স্মরণীয় এই সফরে সঙ্গী হয়েছেন তাঁর মা, স্ত্রী ও সন্তানেরা। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
হামজার আগমন উপলক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা। বিশাল-সংখ্যক ফুটবল ভক্ত হাজির হন ওই এলাকায়। তাঁরা ব্যানার, প্ল্যাকার্ড দিয়ে হামজার নামে স্লোগান তোলেন। তিনি বিপুল করতালির মাঝে সংবাদ মাধ্যমের সামনে হাজির হন। শুরুতে ইংরেজিতে, পরে স্থানীয় সিলেটী আঞ্চলিক ভাষায় জানান প্রত্যাশার কথা।
উচ্ছ্বসিত জনতার ভিড়ে হামজাকে লক্ষ্য করে হাজারো প্রশ্ন ছোঁড়েন গণমাধ্যমকর্মীরা। কিন্তু তিনি কোনো প্রশ্নই হট্টগোলের কারণে বুঝে উঠতে পারেননি। ফলে বারবার তিনিও প্রশ্ন করেন – আমি বুঝছি-না, বুঝছি-না বলে। এক পর্যায়ে তিনি বলে ওঠেন, ‘আমরা উইন খরমু, ইনশাআল্লাহ’।
হামজা এর আগে সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। হামজা ও তাঁর পরিবারকে বরণ করে নিতে সিলেট এয়ারপোর্টে উপস্থিত ছিলেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী ও সিলেটের ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।
হামজা এর আগেও বাংলাদেশে এসেছেন। তবে তিনি এবারই প্রথম বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে এলেন। তিনি সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে চলে যান। সেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তাঁর আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
হামজার মঙ্গলবার ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের বাংলাদেশের হয়ে অভিষেক হবে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে।
হামজা চৌধুরী একাধারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশেরও নাগরিক।