loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন

  • চার বিভাগীয় শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল

  • ঈদের ছুটির পরে মেট্রোরেল চলাচল ফের শুরু

  • দেশের জ্বালানি তেলের দাম এপ্রিলে অপরিবর্তিত থাকবে

  • সেনাবাহিনী নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতে কাজ করছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আহ্বান জানালো এনসিপি


আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আহ্বান জানালো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা উল্লেখ রাখার আহ্বান জানিয়েছেন। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শনিবার (২২ মার্চ)  বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর শাখা। বিক্ষোভ সমাবেশে দলটির সদস্য সচিব এই মন্তব্য করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

আখতার বলেন, রাজপথের হাজারো রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এদেশে আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেবো-না। বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবারই এদেশের সাধারণ জনগণের জীবন ঝুঁকিতে পড়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলে যে-মুক্তিযুদ্ধ হয়েছিল, তারপর আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রের বদলে বাকশাল কায়েম করেছিল। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে-গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল, আওয়ামী লীগ সেই গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর নির্বাচনের নামে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।

দলটির সদস্য সচিব আরও বলেন, বাংলাদেশের মানুষ রাজপথে জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আমাদের শহীদ ভাইদের রক্তের শপথ, শরীরে একবিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আর স্বনামে রাজনীতি করতে দেবাে-না। ফ্যাসিবাদ ও মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া হবে-না।

অবিলম্বে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক, সাংগঠনিক কার্যক্রম চলতে দেওয়া যাবে-না। দ্রুতই দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, অনেকেই ভালো আওয়ামী লীগের কথা বলে। আমরা বলি, লোম বাছাই করতে যেয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, তেমনি আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে গোটা আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে। আওয়ামী লীগে কোনো ভালো নেতৃত্ব নাই। 

তিনি বলেন, আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশে যে-গণহত্যা চালিয়েছে: পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও সর্বশেষ ২০২৪ এর হত্যাকাণ্ডের জন্য – তাঁরা এখনো দুঃখ প্রকাশ করেনি; এখনো অনুশোচনা প্রকাশ করেনি। এই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোনো শক্তি, ব্যক্তি দাঁড়ানোর চেষ্টা করে, তবে ছাত্র-জনতা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।

দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের নামে, আদর্শে ও মার্কায় কোনো রাজনীতি হবে-না।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

Loading...