loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন

  • চার বিভাগীয় শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল

  • ঈদের ছুটির পরে মেট্রোরেল চলাচল ফের শুরু

  • দেশের জ্বালানি তেলের দাম এপ্রিলে অপরিবর্তিত থাকবে

  • সেনাবাহিনী নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতে কাজ করছে

চার বিভাগীয় শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল


চার বিভাগীয় শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল

প্রতীকী ছবি

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজন করা হবে। রাজধানীর গুলশানে অবস্থিত ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্মমহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এ-তথ্য জানান। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

এ্যানি জানান, সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল – ঢাকার মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম এবং বগুড়ায় আয়োজন করা হবে। তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতির আলোকে প্রোগ্রামটি সাজিয়েছি। আমরা স্বাধীনতা কনসার্ট সুন্দরভাবে আয়োজনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সোশ্যাল মিডিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট, গুণী ব্যক্তিত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশনসহ সকলের সহযোগিতা চাই।’

কনসার্ট ১১ এপ্রিল বিকেল তিনটায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

ঢাকার কনসার্টে অংশ নেবেন – জেম্স, ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ার সার্জ, অ্যাফিক, আফটার ম্যাথ, প্রিতম, জেফার, পড়শি, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।

চট্টগ্রাম ভেন্যুতে থাকবে – মাইলস, সোল্স, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকনশাস, বে অফ বেঙ্গল, তীরোন্দাজ, মেট্রিক্যাল, কিরণ দাস, নাটাই, ইমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু, পরাণ আহসান, আকলিমা মুক্তা ও রিতু রাজ।

বগুড়ায় সংগীত পরিবেশন করবে – আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, মিজান (এমএনবি), ভাইকিংস, বাগধারা, হৃদয় খান, বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, কমিয়া, ইয়ামিক, লুইপা, কেজেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মাহিন।

খুলনা কনসার্টে থাকবে – ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কাগুল, কুঁড়েঘর, বিবর্তন, আসিফ আকবর, বালাম, তাহসান খান, মনির খান, কনা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাবুল, রুখসার রহমান, লিজা ও পলাশ।

কনসার্টগুলোতে গানের পাশাপাশি কবিতা পাঠ, কৌতুক পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য – এই প্রজন্মকে সম্পৃক্ত করা। আমরা নতুন প্রজন্মকে অগ্রাধিকার দিচ্ছি।’

এ্যানি আরও বলেন, এই ফাউন্ডেশনের বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবগত রয়েছেন। তাঁর চিন্তা-চেতনা, পরামর্শ ও দূরদর্শীতা থেকেই ‘সবার আগে বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যে-কনসার্টের আয়োজন করা হয়েছে – সেটিও সম্পূর্ণভাবে উনার পরামর্শে ও গাইডেন্সে।

উল্লেখ্য, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গত ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজন করেছিল ‘বিজয় কনসার্ট’।

Loading...