loader image for Bangladeshinfo

শিরোনাম

  • পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে

  • রিজার্ভ ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত

  • চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঢাকা ও বেইজিং-এর মধ্যে নয়টি চুক্তি স্বাক্ষরিত

  • বিএমইউ বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

বিশ্বকাপ বাছাইপর্বে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়


বিশ্বকাপ বাছাইপর্বে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়

দারুণ কিছুর আভাস দিয়ে শুরু হওয়া ম্যাচটি তখন হতাশায় শেষ হওয়ার অপেক্ষায়। এদিন শুরুতে এগিয়ে যাওয়ার পর ব্রাজিলকেও আর স্বরূপে দেখা যায়নি। এর মধ্যে সমতায় ফেরা কলম্বিয়াও পারেনি তেমন কিছু করে দেখাতে। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামের বৃহস্পতিবার (২০ মার্চ) দর্শকেরাও যখন হতাশা নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায়, ভিনিসিয়ুস জুনিয়র তখনই জ্বলে উঠলেন। যোগ করা সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে নিলেন দারুণ এক শট; আর তাতেই ড্রয়ের পথে থাকা ম্যাচটিতে ব্রাজিল পেয়ে যায় ২-১ গোলের দারুণ এক জয়।  

আগামী ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে এদিনের খেলাটি ব্রাজিলের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। ডরিভাল জুনিয়রের দল কলম্বিয়ার বিপক্ষে জিতে আত্মবিশ্বাসের চূড়ায় থেকেই সেই ম্যাচের প্রস্তুতি সেরে ফেললো।

আর এই জয়ে সেলেকাও ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো। ১৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ২১।  অন্যদিকে, ব্রাজিলের কাছে পরাজিত হয়ে কলম্বিয়া নেমে গেছে ছয় নম্বরে। ১৩ ম্যাচে দলটির পয়েন্ট ১৯।

বৃহস্পতিবারের অন্যান্য ম্যাচের ফলফল
পেরু ৩ – ১ বলিভিয়া
প্যারাগুয়ে ১ – ০ চিলি

Loading...