অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতরের টানা নয়দিনের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) খুলেছে। বাংলাদেশ সচিবালয় ও অন্যান্য সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি খুলেছে ব্যাংক, পুঁজিবাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও। ব্যাংকের লেনদেন রোববার থেকে আগের মতোই সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে। অন্যদিকে, পুঁজিবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত।
বাংলাদেশে এবার ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে ৩১ মার্চ (সোমবার)। এ-বছর ঈদের আগে ও পরে মোট পাঁচ দিন সরকারি ছুটি ছিল। সেই সঙ্গে ২৮ ও ২৬৯ মার্চ এবং ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা নয়দিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবং অনেক ক্ষেত্রেই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।
ঈদের পরে প্রথম কর্মদিবস রোববার রাজধানীর সড়কে বৃদ্ধি পেয়েছে কর্মচঞ্চল মানুষের পদচারণা। ঈদের ছুটির কারণে ফাঁকা সড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে চিরচেনা যানজট।