loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

  • ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদিত

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন সিআরও এনামুল হক

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

বিশ্বকাপ বাছাইপর্বে প্রস্তুতি ম্যাচে টাইগ্রেসদের সহজ জয়


বিশ্বকাপ বাছাইপর্বে প্রস্তুতি ম্যাচে টাইগ্রেসদের সহজ জয়

বাংলাদেশ দল নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে। টাইগ্রেসরা রোববার (৬ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ড নারী দলকে পাঁচ উইকেটে পরাজিত করে।

এদিন লাহোরে স্কটল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সাত উইকেটে ২৫১ রান করে। সারাহ ব্রেইস ৫৮, ডার্সি কার্টার ৫৫ এবং ক্যাথেরিন ফ্রেজার অপরাজিত ৫২ রান করেন। বাংলাদেশের মিডিয়াম পেসার রিতু মনি ২২ রানে দুই উইকেট শিকার করেন। একটি করে উইকেট পেয়েছেন – মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা, নাহিদা আক্তার, সানজিদা আকতার মেঘলা ও ফাহিমা খাতুন।

জবাবে, বাংলাদেশ দল শুরুতে ৫৩ রান করে। উদ্বোধনী জুটিতে ১৪ বলে ২৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। পিংকি হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৯ বলে ৪৮ এবং সুপ্তা ৬১ বলে ৪৭ রানে আউট হন।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চার নম্বরে নেমে আট রান করতে পেরেছেন। ১৫৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ৮৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নেন সোবহানা মোস্তারি ও রিতু মনি। ব্যক্তিগত ৩৪ রানে রিতু থামার পর দিলারা আক্তারকে নিয়ে ৫১ বল বাকী রেখে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন সোবহানা। তিনি ছয়টি চারে ৫৩ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।  দিলারা ১০ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ দল আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

Loading...