ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্ব-নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৭ এপ্রিল) রাতে সাময়িকভাবে অনুষ্ঠান স্থগিতের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে – ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে যে-কনসার্ট এক দিন পিছিয়ে ১২ এপ্রিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ ছাড়াও একইদিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেনুতে আয়োজন করার কথা ছিল।