loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

  • ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদিত

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন সিআরও এনামুল হক

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

রিতু মনির দৃঢ়তায় আয়ারল্যান্ডকে হারালাে টাইগ্রেসরা


রিতু মনির দৃঢ়তায় আয়ারল্যান্ডকে হারালাে টাইগ্রেসরা

বাংলাদেশের নারী ক্রিকেট দল ওডিআই বিশ্বকাপের বাছাইপর্বে রোববার (১৩ এপ্রিল) রিতু মনি বীরত্বে আট বল হাতে রেখে দারুণ এক জয় পেয়েছে। এই জয়ে নিগার সুলতানা জ্যোতি দল নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টানা দ্বিতীয় জয়ের রেকর্ডও গড়লো। টাইগ্রেসরা ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৩৬ রান তাড়া করার রেকর্ড গড়েছে। এর আগে তাঁদের টপকে যাওয়া সর্বোচ্চ রান ছিল ২১১।

নারী ক্রিকেটে ২৩৫ রানের লক্ষ্যটা  মোটেও সহজ নয়। বাংলাদেশ দল পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (১৩ এপ্রিল) এমন টার্গেটে ব্যাট করতে নেমে ৯৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে। ফলে, এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরাজয় হয়ে উঠেছিল সময়ের ব্যাপার। বাকিদের কাজ হবে শুধুমাত্র হারের ব্যবধান কমানো – এমনটাই যখন ধরে নেওয়া হয়েছিল, তখন রিতু মনি হিসাব-নিকাশ বদলে দেন। তিনি ব্যাট হাতে প্রায় একাই লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত ৬১ বলে ৬৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন আট বল ও দুই উইকেট হাতে রেখে।

টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। টাইগ্রেসরা দল এই জয়ে ছয় দলের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে; আর বিশ্বকাপে উত্তরণের পথটাও সহজ হয়ে এসেছে বাংলাদেশের জন্য। কেননা, এখান থেকে শীর্ষ দুই দল খেলবে আগামী বিশ্বকাপে।

লাহোরে আয়ারল্যান্ডের দেওয়া ২৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ দল শুরুতেই বিপদে পড়ে। শুরুতেই ওপেনার ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি ফেরেন। বাংলাদেশ দুই রানে দুই উইকেট হারায়। অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান। তবে জ্যোতি তেমন সঙ্গ পাননি। সুপ্তা ২৪ রান করে সাজঘরে ফেরেন। এরপর সোবহানা মোস্তারি ফেরেন সাত রান করে। অবশ্য জ্যোতি ফিফটি করে দলকে জয়ের পথে রাখেন।

এরপরই সবচেয়ে বড় ধাক্কাটা খায় বাংলাদেশ; অধিনায়ক ৬৪ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন। এরপরে দায়িত্ব নেন মিডল অর্ডারের ব্যাটাররা। ফাহিমা খাতুন ২৮ রান করে ফিরলেও রানের চাকা সচল রেখেছেন রিতু। ফাহিমার পরে জান্নাতুল ১৯ ও রাবেয়া পাঁচ রান করে সাজঘরে ফিরলেও রিতু তাঁর সঙ্গী নাহিদাকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

নাহিদা অপরাজিত ছিলেন ১৭ বলে ১৮ রানে। আর রিতু খেলেছেন ৬১ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে দারুণ ব্যাট করে আয়ারল্যান্ড। দলটি অধিনায়ক গ্যাবি লুইসের ২৪, অ্যামি হান্টারের ৩৩, ওরলা প্রেন্ডাগাস্টের ৪১ ও লরা ডেলানির সর্বোচ্চ ৬৩ রানের ইনিংসে ভর করে আট উইকেটে ২৩৫ করে।

রাবেয়া খান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন।

জ্যোতিবাহিনী মঙ্গলবার (১৫ এপ্রিল) একই মাঠে স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

টাইগ্রেসরা গত বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড সংগ্রহ গড়ে ১৭৮ রানের বিশাল ব্যবধানে জিতেছিল।

Loading...