loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

  • ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদিত

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন সিআরও এনামুল হক

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

ক্যারিয়ার-সেরা র‌্যাংকিংয়ে জ্যোতি ও সুপ্তা


ক্যারিয়ার-সেরা র‌্যাংকিংয়ে জ্যোতি ও সুপ্তা

বাংলাদেশের দুই ব্যাটার – নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা নারীদের ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং তালিকায় নিজেদের ক্যারিয়ার-সেরা র‌্যাংকিংয়ে পৌঁছেছেন। বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তালিকা মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশ করেছে।

জ্যোতি ও সুপ্তার র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে টাইগ্রেসদের প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্যের জন্য। জ্যোতি থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রানের ইনিংসের পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ফলে, তিনি ১৬ ধাপ এগিয়ে সপ্তদশ স্থানে উন্নীত হয়েছেন।

সুপ্তা থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৪ রানে অপরাজিত ছিলেন। তিনি পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেন। এই ডান-হাতি ব্যাটার র‌্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন।

জ্যোতি ও সুপ্তা থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে তৃতীয় উইকেটে ১৩৮ বলে ১৫২ রানের জুটি গড়ে দলের ১৭৮ রানে জেতার পেছনে অবদান রাখেন। 

এছাড়া, রিতু মনি আয়ারল্যান্ডের বিপক্ষে দুই উইকেটের জয়ের ম্যাচে ৬১ বলে ৬৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন। ঐ ম্যাচের সেরা খেলোয়াড় রিতু ১৬ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে উঠেছেন।

বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের দুই লেগ স্পিনার – রাবেয়া খান ও ফাহিমা খাতুনের। রাবেয়া থাইল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে তিন উইকেট শিকার করেন। তিনি সাত ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন।

ফাহিমা থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই চমক দেখান। তিনি ২১ রানে পাঁচ উইকেট শিকার করেন। এই লেগ স্পিনার দ্বিতীয় ম্যাচে ৫০ রানে দুই উইকেট শিকার করেন। ফলে তিনি তিন ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠেছেন।

বর্তমানে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন ও অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

Loading...