loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

  • রিয়ালকে বার্নাবিউতেই বিদায় করে সেমিতে আর্সেনাল

  • ড্র করেই বায়ার্নকে বিদায় করলো ইন্টার

  • মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে-না: নাহিদ

  • বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপি’র চিঠি

টানা তিন জয়ে টাইগ্রেসরা বিশ্বকাপের আরও কাছাকাছি


টানা তিন জয়ে টাইগ্রেসরা বিশ্বকাপের আরও কাছাকাছি

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল: ৫০ ওভারে ২৭৬-৬ (জ্যোতি ৮৩*, সুপ্তা ৫৭, পিংকি ৫৭; ব্রাইস ২-৫৩, স্ল্যাটার ১-৩৩)
স্কটল্যান্ড নারী দল: ৫০ ওভারে ২৪২-৯ (স্ল্যাটার ৬১*, প্রিয়ানাজ ৬১, ব্রাইস ৪২; নাহিদা ৪-৪০, জান্নাতুল ২-৪৩)
ফলাফল: বাংলাদেশ নারী দল ৩৪ রানে জয়ী
ম্যাচ-সেরা: নিগার সুলতানা জ্যোতি (বাংলাদেশ)

প্রথম দুই ম্যাচে ১০১, ৫১ রানের পরে তৃতীয় ম্যাচে অপরাজিত ৮৩। দুর্দান্ত ছন্দে থাকা টাইগ্রেস-অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাটিং-ঝলক দেখিয়েই চলেছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার (১৫ এপ্রিল) জ্যোতির আগে ফিফটি করেছিলেন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ফলে, বাংলাদেশ নারী দল ছয় উইকেট হারিয়ে তুলেছিল ২৭৬ রান, যা দলের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশের বোলিং-শক্তি বিবেচনায় এই রান তাড়া করে জিততে হলে স্কটল্যান্ড নারী দলকে অভাবনীয় কিছু করতে হতো। কিন্তু বল হাতে নাহিদা আক্তার, রাবেয়া খান, জান্নাতুল ফেরদৌসরা নিজেদের কাজ ঠিকঠাক করায় স্কটিশ দল লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি; তাঁদেরকে নয় উইকেট হারিয়ে থামতে হয়েছে ২৪২ রানে। ফলে, বাংলাদেশ দল ৩৪ রানের জয়ে ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলার আরও কাছে পৌঁছে গেলো।

নারীদের বিশ্বকাপ বাছাইয়ে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। টাইগ্রেসরা গত বৃহস্পতিবার প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছে, যা নিজেদের ওয়ানডে ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় জয়। জ্যোতির সেঞ্চুরিতে বাংলাদেশ দল সেই ম্যাচেই নিজেদের দলীয় সর্বোচ্চ ২৭১ রান করেছিল। পাঁচদিনের ব্যবধানে সেটিকে ছাড়িয়ে মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে তাঁরা করলো ২৭৬ রান। জ্যোতিবাহিনী মাঝে গত রোববার রিতু মনির ক্যারিয়ার-সেরা ব্যাটিংয়ে আয়ারল্যান্ড নারীদের বিপক্ষে দুই উইকেটের জয় পেয়েছে।

বাংলাদেশ টানা তিন জয়ে বাছাইয়ের স্বাগতিক পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো। পাকিস্তান দলও এখন পর্যন্ত নিজেদের তিন ম্যাচেই জিতেছে। এই মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান ছয় করে হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ শীর্ষে; পাকিস্তান দুইয়ে।

বাংলাদেশ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। এই ম্যাচ জিতলেই মিলবে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ত্রয়োদশ নারী বিশ্বকাপের টিকিট।

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না-পারলেও অবশ্য ক্ষতি নেই। বাংলাদেশ শনিবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেও বিশ্বকাপের মূলপর্বে উঠবে। এমনকি টাইগ্রেসরা শেষ দুই ম্যাচে হারলেও নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে।

Loading...