বাংলাদেশ নারী ক্রিকেট দল ভারতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ওয়েস্ট ইন্ডিজ দল বাছাইপর্বের শেষ ম্যাচে শনিবার (১৯ এপ্রিল) থাইল্যান্ডকে ছয় উইকেটে পরাজিত করলেও দলটি রান রেটের দিক থেকে বাংলাদেশকে টপকে যেতে পারেনি।
টাইগ্রেসরা পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট ও ০.৬৩৯ রান রেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট ও রান রেট ০.৬২৬ নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয় ওয়েস্ট ইন্ডিজের।
পাকিস্তান পাঁচ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে উঠেছে।
এদিন লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৬.১ ওভারে ১৬৬ রানে অলআউট হয় থাইল্যান্ড। দলের হয়ে নাথাকান চানথাম সর্বোচ্চ ৬৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আফি ফ্লেচার চারটি উইকেট শিকার করেন।
জবাবে, ওয়েস্ট ইন্ডিজ ১০.৫ ওভারে চার উইকেটে ১৬৮ রান করে জয়ী হয়। অধিনায়ক হিলি ম্যাথুজ ২৯ বলে ৭০ রান করেন।