বাংলাদেশ ও জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ রোববার (২০ এপ্রিল) শুরু হবে। দুই দলের অধিনায়ক – বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও ওয়েস্ট ইন্ডেজের ক্রেইগ আরভিন – খেলা শুরুর একদিন আগে শনিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করেছেন। রোববার সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
সিরিজের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল সিলেটে পৌঁছে প্রস্তুতি শেষ করেছে। দুই দলের অধিনায়ক প্রস্তুতি শেষে প্রেস ব্রিফিংয়ে নিজেদের সেরা নৈপুণ্য দেখিয়ে প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন এবারের সিরিজটি সম্প্রচার করবে।
মাঠে খেলা দেখতে হলে ৫০ টাকা মূল্যের ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ার টিকেট কিনতে হবে । ৫০ টাকায় পাওয়া যাবে জুলাই ২০২৪ অভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলিতে শহীদ হওয়া সাংবাদিক এটিএম তুরাবের নামে স্থাপিত শহীদ তুরাব স্ট্যান্ডের (পূর্বের ওয়েস্টার্ন গ্যালারি) টিকিটও।
গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ টাকা। এছাড়া, ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়।
২৮ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
জিম্বাবুয়ে পুরুষ দল ২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ ও ২০২০ সালের পরে ষষ্ঠবারের মতো বাংলাদেশ সফর করছে। তাঁরা বাংলাদেশের মাটিতে ১০টি টেস্ট খেলে মাত্র দু’টিতে জিতেছে।
বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্ট ফরম্যাটে মোট ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে বাংলাদেশ আটটিতে জিতেছে এবং সাতটিতে পরাজিত হয়েছে। বাকি তিনটি টেস্ট ড্র হয়।