লা লিগা মৌসুমের শেষভাগে এসে শিরােপা-প্রত্যাশী এফসি বার্সেলোনার জন্য প্রতিটি খেলাই এখন মহাগুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে দলটির পয়েন্টের ব্যবধান মাত্র সাত। পয়েন্ট হারালেই শিরােপা-দৌঁড়ের লাগাম হালকা হয়ে যাবে – এমন এক পরিস্থিতিতে বার্সা শনিবার (১৯ এপ্রিল) ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে।
এদিন ক্যাটালান ক্লাবটি প্রথমে এগিয়ে গেলেও একপর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়ে পরাজয়ের শঙ্কায় ছিল। তবে, হান্সি ফ্লিকের দল ছয় মিনিটের মধ্যে দুই গোল করে দারুণভাবে ম্যাচে ফিরে আসে। এরপর যোগ করা সময়ে রাফিনিয়া পেনাল্টি থেকে গোল করে পুরো চিত্র উল্টে দেন। ৬২ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থাকা ম্যাচটি বার্সা জেতে ৪-৩ ব্যবধানে। আর এই জয়ে দলটি শিরোপা জয়ের সম্ভাবনা আরও বাড়লো।
৩২ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৩। ৩১ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬। রোববার রাতে রিয়ালের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিল্বাও। সেই ম্যাচে জিতলে রিয়ালের পয়েন্ট হবে ৬৯। অর্থাৎ, বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান চার-এ নেমে আসবে। আর রিয়াল যদি পয়েন্ট হারিয়ে বসে, তাহলে বার্সা থাকবে আরেকটু সুবিধাজনক অবস্থানে।
অন্যদিকে, ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা-লড়াই থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে।