ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে সারাবিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা রাখতেই তাই সোমবারের ইতালির শীর্ষ ফুটবল লিগ সিরি আ’র সব ম্যাচও বাতিল করা হয়। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।
সোমবার চারটি ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচগুলো হচ্ছে – তুরিনো-উদিনেস, কালিয়ারি-ফিওরেন্টিনা, জেনোয়া-লাৎসিও ও পার্মা-ইউভেন্টাস। সব ম্যাচ বাতিল করে দিয়ে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শিডিউল জানিয়ে দেওয়া হবে।
সিরি আ লিগ কর্তৃপক্ষ ম্যাচ বাতিল করলেও অন্যান্য খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালির অলিম্পিক কমিটি। তবে ইভেন্ট শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করার অনুরোধ করা হয়েছে।
ফ্রান্সিস সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন।
ফ্রান্সিস ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের স্থলাভিষিক্ত হন। পোপের দায়িত্ব নেওয়ার আগে তাঁর নাম ছিল জর্জ মারিও বারগোগ্লিও।
১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর বুয়েনোস এরিসে জন্ম নেওয়া জর্জ মারিও দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন। তিনি সব মিলিয়ে ২৬৬তম পোপ ছিলেন।