ঢালিউড তারকা শাকিব খান মুক্তির ২২তম দিনে প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘বরবাদ’ দেখলেন। গত ঈদে মুক্তির পরে দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট নিয়ে হাহাকার। এমতাবস্থায় বাংলাদেশের মেগাস্টার সোমবার (২১ এপ্রিল) ঢাকা এয়ারপোর্ট-সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে উপস্থিত হয়েছিলেন। তিনি এদিন উপস্থিত সাংবাদিকদের কাছে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর পরিকল্পনা নিয়েও কথা বলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
শাকিব খান এ-সময় বলেন, দর্শক সিনেমাটাকে এত ভালোবাসা দিচ্ছে, যা সত্যি অতুলনীয়। এত মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ। তিনি আরও বলেন, তিনি শুনেছেন যে, সিনেমাটা গুলশানের অভিজাত শ্রেণি থেকে গুলিস্তানের সাধারণ দর্শক – সবাই দেখছেন।
সিনেমা নিয়ে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনার আলোকে শাকিব খান বলেন, তিনি একসময় স্বপ্ন দেখতেন, মাল্টিপ্লেক্সে তাঁর ছবি চলবে। দেশের বাইরে হিন্দি, ইংরেজি সিনেমার পোস্টারের পাশে দেশের সিনেমা প্রদর্শিত হবে। গত দু-তিন বছরে কিন্তু সেটাই হচ্ছে। দেশে-বিদেশে সবখানে বাংলাদেশের সিনেমা মানুষের মন জয় করছে, বলেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি..., এটা আমার নেশা, আমার পেশা; চলচ্চিত্র আমার কি – তা বলে বোঝাতে পারবো-না।’
আপনারা অনেকেই হয়তো ভাবছেন, ‘বরবাদ’ লাস্ট ফিল্ম, যেটা ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। ... এটা শেষ নয় – বরং শুরু। গত বছর ‘তুফান’ দেখেছি, ভালো বিজনেস করেছে। এ-বছর ‘বরবাদ’ দেখছি, তার চেয়েও ভালো বিজনেস করলো। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেগুলো আরও ভালো করবে। ইতোমধ্যে এই দুই প্রযোজক নতুন সিনেমার গল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সেই গল্পের কাছে ‘বরবাদ’কেও অনেক ছোট মনে হবে।
একটি উদাহরণ টেনে তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ১০০ কোটির ব্যবসা করেছিল, সেটা তাঁদের জন্য বিরাট ব্যাপার ছিল তৎকালীন সময়ে। কিন্তু যাঁরা সিনেমা তৈরি করেছেন, তাঁদের লক্ষ্য ছিল – হাজার কোটি। এখন দেখা যায়, পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না-পৌঁছালে সুপারহিটই ঘোষণা করা হয়-না।
এদিন প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন – ‘বরবাদ’ ছবির প্রযোজক ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর শাহরিন আক্তার সুমি, পরিচালক মেহেদী হাসান হৃদয়, অভিনেতা ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন, কণ্ঠশিল্পী কোনালসহ অনেকেই।
‘বরবাদ’ ছবিটি এবারের ঈদ-উল-ফিতরে বাংলাদেশে মুক্তি পেয়েছে। এ-পর্যন্ত সর্বোচ্চ বাজেটের এই ছবিটি মুক্তির এক মাসেরও কম সময়ের মধ্যে সুপারহিটের পথে রয়েছে বলে জানা গেছে।
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন – মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।