বাংলাদেশ নারী ক্রিকেট দল নাটকীয়ভাবে ওয়ান ডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকায় বিশ্বকাপে খেলার সুযোগ হাত ফসকে গেছে ওয়েস্ট ইন্ডিজের। আর তাতে নিগার সুলাতানা জ্যোতির দল বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচে হেরেও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে। টাইগ্রেসরা বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় পরে সোমবার (২১ এপ্রিল) বিকেলে দেশে ফিরেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি ফারুক আহমেদ নারী দল, কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়ে বলেন, বিসিবি সম্পূর্ণভাবে দলের পাশে আছে।
উল্লেখ্য, নারীদের ৫০ ওভারের বিশ্বকাপ চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে আয়োজন করা হবে।