loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্সেনালের ড্র; লিভারপুল উদ্‌যাপন করতে পারে

  • লা লিগা’র শিরোপা-লড়াই জমিয়ে রাখলো রিয়াল

  • পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • ‘৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর ভিত্তিহীন’

  • প্রধান উপদেষ্টার সাথে কাতারের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

লা লিগায় মায়োর্কা বাধা পার হলো বার্সা


লা লিগায় মায়োর্কা বাধা পার হলো বার্সা

কোচ হান্সি ফ্লিকের এফসি বার্সেলোনা চলতি মৌসুমে চারটি শিরোপা জয়ের লড়াইয়ে রয়েছে। বার্সার পরের ম্যাচটা যেহেতু রিয়াল মাদ্রিদের বিপক্ষে – কোপা ডেল রে ফাইনাল, ফ্লিক তাই মঙ্গলবারের (২২ এপ্রিল) মায়োর্কার বিরুদ্ধে ম্যাচে দলের বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন। দলে চোট সমস্যাও ছিল বটে। রবার্ট লেভান্ডস্কি আঘাত পেয়ে দলে নেই। অক্টোবরের পরে প্রথমবার মূল একাদশে সুযোগ পান আন্সু ফাতি। লেভান্ডস্কির জায়গায় খেলেছেন ফেরান টোরেস। আর খেলেছেন হেক্টর ফর্ট।

বার্সা এদিন প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেছে; তবে গোল পায়নি। গাভির শট পোস্টে লেগে ফিরেছে। ডানি অল্মোর পাস থেকে টোরেস গোল মিস করেন। ফাতির শটও অল্পের জন্য পোস্ট মিস করে। লামিন ইয়ামালের শট ঠেকান মায়োর্কার গোলকিপার লিও রোমান। ফর্তের শট ব্লক করে রক্ষা পায় অতিথি দলটি।

ফাতি খুব কাছ থেকে শট নিয়েও লক্ষ্যভ্রষ্ট করেন। এরপর মায়োর্কার মাতেউ মোরে গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

যাহােক, অল্মো দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন; বার্সা সেই গােলেই ম্যাচ জেতে।

লা লিগায় বার্সেলোনার আর পাঁচটি ম্যাচ বাকি। এর মধ্যে রয়েছে – ১১ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো, যা শিরোপার হিসাব পুরো বদলে দিতে পারে।

Loading...