হেতাফের বিরুদ্ধে জিতে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান এখন মাত্র চার। লিগে বাকি রয়েছে পাঁচটি ম্যাচ। শিরোপা-ভাগ্য নির্ধারণে আগামী ১১ মে অনুষ্ঠেয় এল ক্লাসিকোটি বড় ভূমিকা রাখতে পারে। রিয়াল-বার্সা এর আগে সেভিয়ার মাঠে শনিবার (২৬ এপ্রিল) কোপা ডেল রে’র ফাইনালেও মুখোমুখি হবে।
লা লিগার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সেলোনার জন্য প্রতিটা ম্যাচই এখন বাঁচা-মরার। একটি পয়েন্ট হারালেও এলোমেলো হয়ে যেতে পারে দুই দলের স্বপ্ন। তেমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার (২৩ এপ্রিল) জয় পেয়েছে রিয়াল। লা লিগার সবচেয়ে সফল ক্লাবটি দলের তরুণ ফুটবলার আরদা গুলের ২১ মিনিটে করা দুর্দান্ত এক গোলে হেতাফেকে ১-০ গোলে পরাজিত করেছে।
এই জয়ের পরে তালিকার দুই নম্বরে থাকা দলটি বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা সাত থেকে নামিয়ে চার-এ এনেছে। ৩৩ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৭২; সমান-সংখ্যক ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬। রিয়াল লিগে নিজেদের পরের ম্যাচ খেলবে ৪ মে, সেল্টা ভিগোর বিপক্ষে।
তবে এবারের লিগ শিরোপার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি রিয়াল-বার্সা খেলবে আগামী ১১ মে। সেই এল ক্লাসিকোই হয়ে উঠতে পারে এবারের লা লিগার শিরোপা-নির্ধারক। সেই ম্যাচে পরাজয় রিয়ালকে ছিটকে দিতে পারে শিরোপা-লড়াই থেকে; আর জিতলে বেঁচে থাকবে আশা। অবশ্য তার আগে রিয়ালকে সেল্টার বিপক্ষেও জিততে হবে।