ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্সেনাল এই ম্যাচটা হারলেই লিভারপুলের প্রিমিয়ায় লিগ শিরোপা এদিনই নিশ্চিত হতো। যাহােক, মিকেল আর্তেতার দল ‘দি রেডস’কে শিরোপা জয়ের সেই সুযোগটা দেয়নি । অতি সামান্যের জন্য ঝুলে রইলো লিভারপুলের চূড়ান্ত উদ্যাপন। ‘দি গানার্স’ প্যালেসের বিপক্ষে বুধবার (২৩ এপ্রিল) রাতে পরপর দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে।
আর্সেনাল ম্যাচটা না-হারায় অন্যরকম সুবিধাও হলো লিভারপুলের। তাঁরা এখন ঘরেরই শিরোপা উৎসবে মেতে উঠার সুযোগ পাবে। সেজন্য রোববার (২৭ এপ্রিল) রাতে টটেনহাম হটস্পারের বিপক্ষে অ্যানফিল্ডের ম্যাচটা ড্র করলেই চলবে।
এমিরেটসে বুধবারের ড্রয়ের পরে আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৭। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট এখন ৭৯। অর্থাৎ, এখনো কাগজে-কলমে লিভারপুলকে ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে আর্সেনালের সামনে। অবশ্য সেজন্য লিভারপুলকে পরের সবগুলো ম্যাচ হারতে হবে এবং আর্সেনালকে সব ম্যাচ জিততে হবে।
এরপরও অবশ্য খুব একটা সুবিধা না-ও হতে পারে। কারণ, পয়েন্ট সমান হলে সেক্ষেত্রে প্রিমিয়ার লিগ-শিরোপা নির্ধারণ করা হবে গোল ব্যবধানে, যেখানে লিভারপুল আর্সেনালের চেয়ে ১০ গোলে এগিয়ে রয়েছে। তাই বলা যায়, সব মিলিয়ে প্রায় অসম্ভব এক সমীকরণের সামনেই দাঁড়িয়ে রয়েছে আর্সেনাল। তাই লিভারপুল চাইলে বিংশতম শিরোপার উদযাপনটা এখনই শুরু করে দিতে পারে।