loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

  • বাংলাদেশ থেকে হজ ফ্লাইট উদ্বোধন

  • ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ সপ্তাহ এপ্রিল শুরু

  • ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা স্থগিত

ইশরাককে ঢাকা-দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশিত


ইশরাককে ঢাকা-দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশিত

বাংলাদেশ নির্বাচন কমিশন আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)’র মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। রোববার (২৭ এপ্রিল) রাতে এ-সংক্রান্ত গেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়েছিল। পরে, বিএনপি’র প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন কমিশনের এ-সংক্রান্ত গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ শেখ ফজলে নূর তাপস, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ সেই ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন।

ইশরাক হোসেন প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

Loading...