loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

  • বাংলাদেশ থেকে হজ ফ্লাইট উদ্বোধন

  • ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ সপ্তাহ এপ্রিল শুরু

  • ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা স্থগিত

গোল-উৎসবে প্রিমিয়ার লিগ শিরোপা লিভারপুলের ঘরে


গোল-উৎসবে প্রিমিয়ার লিগ শিরোপা লিভারপুলের ঘরে

লিভারপুল রোববার (২৭ এপ্রিল) রাতে অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৫-১ ব্যবধানে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের তাঁদের বিংশতম শিরোপা নিশ্চিত করলো। ক্লাবটি এই জয়ের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসিয়েছে। শিরোপা জয়ের এই ম্যাচে একটি করে গোল করেন – লুইস দিয়াজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ। টটেনহ্যামের ডেসটিনি উদোগির আত্মঘাতী গোল ম্যাচের স্কোরলাইন ৫-১ করে দেয়। লিভারপুল এর আগে প্রিমিয়ার লিগ জিতেছিল ২০২০ সালে, কোভিড-মহামারির সময়; সেটিও আবার ৩০ বছর পরে। আর এবার জিতলো পাঁচ বছরের ব্যবধানে।

এদিকে সালাহ তাঁর ১৮৫তম প্রিমিয়ার লিগ গোল করে ইতিহাস গড়েছেন। তিনি এখন প্রিমিয়ার লিগে খেলা বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোকে। ম্যানচেস্টার সিটির আগুয়েরো ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন। রোববার রাতে সালাহ এক গোল করে তাঁকে ছাড়িয়ে গেলেন। এই তালিকার তিন নম্বরে রয়েছেন ফ্রান্সের থিয়েরি অঁরি (১৭৫ গোল)।

প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল করা সালাহ সম্মিলিত তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। এক নম্বরে রয়েছেন অ্যালেন শিয়ারার (২৬০ গোল), দ্বিতীয় অবস্থানে হ্যারি কেইন (২১৩), তৃতীয় ওয়েইন রুনি (২০৮) এবং চতুর্থ স্থানে অ্যান্ডি কােল (১৮৭)।

লিভারপুলের জন্য দিনটি ছিল লিগ জয়ের উৎসবে মাতোয়ারা হওয়ার; পাঁচ বছর আগে যে-উৎসব করা যায়নি করোনার কারণে। লিভারপুলের সমর্থকেরা সে-বছর তাই প্রিয় দল ৩০ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলেও উৎসব করতে পারেননি। আর তাই ইয়ুর্গেন ক্লপ নামের এক ফুটবল-জিনিয়াসের তিন দশক পরে লিভারপুলকে লিগ জিতিয়েও কিছুটা অপূর্ণতা হয়তো থেকে গেছে। যাহােক, সেই জার্মান কোচের উত্তরসূরি আর্নে স্লটকে এক্ষেত্রে ভাগ্যবানই বলতে হবে। কেননা, লিভারপুল ফুটবল ক্লাব রেকর্ড-ছোঁয়া বিংশতম লিগ শিরোপাটা নিশ্চিত করেছে দর্শকে ভরা অ্যানফিল্ডে। দলটি চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে ছুঁয়ে ফেললো ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ জয় করা ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড। 

লিভারপুলের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই লিগ শিরোপা-জেতা ডাচ কোচ নিশ্চিতভাবেই থাকবেন ভিক্টরি প্যারেডে; লিভারপুলের সমর্থকেরা যে-প্যারেড এর আগে করেছেন ১৯৯০ সালে তাঁদের অষ্টাদশ লিগ শিরোপা জিতে।

৩৫ বছর পরে রোববার অ্যানফিল্ড স্টেডিয়ামে লিভারপুল আবারও শীর্ষে উঠলো টটেনহামকে উড়িয়ে দিয়ে। মাত্র এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন – এমন সমীকরণের ম্যাচে লন্ডনের ক্লাবটিকে ‘দি রেডস’ ৫-১ গোলে পরাজিত করেছে। 

৩৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮২; সমান-সংখ্যক ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৭।

Loading...