স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এন্টোনিও রুডিগার হাঁটুর অস্ত্রোপচার ও ছয় ম্যাচের নিষেধাজ্ঞার কারণে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। রুডিগারের হাঁটুতে মঙ্গলবার (২৯ এপ্রিল) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।
৩২ বছর বয়সী রুডিগার গত শনিবার কোপা ডেল রে’র ফাইনালে এফসি বার্সেলোনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন। তিনি ম্যাচের একেবারে শেষভাগে রেফারির সাথে বিতণ্ডায় জড়িয়ে ও রেফারিকে বস্তু ছুঁড়ে মেরে লালকার্ডও পেয়েছেন। তিনি মাঠ ত্যাগের আগে যতক্ষণ মাঠে ছিলেন – হাঁটুতে বড় ব্যান্ডেজ বেঁধে খেলেছেন। জার্মানির এই তারকা ডিফেন্ডার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আচরণ নিয়ে ক্ষমা চেয়েছেন; যদিও তাঁকে পরে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
জানা গেছে, আগামী দুই মাস হয়তো রুডিগার আর মাঠে নামতে পারবেন-না। অর্থাৎ, লা লিগার এই মৌসুমে তাঁর আর খেলা হবে-না। একইসাথে এ-বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপেও তাঁর অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ক্লাবের লক্ষ্য – প্রাক-মৌসুমে তাঁকে পুরোপুরি সুস্থ করে তোলা। এক্ষেত্রে রিয়াল মাদ্রিদের কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে-না।
মাদ্রিদ লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সার থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে; হাতে রয়েছে আর মাত্র পাঁচ ম্যাচ।