loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মহান মে দিবস পালিত

  • সরকার শ্রম-সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলায় দুই দিনব্যাপী অনুষ্ঠান


আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলায় দুই দিনব্যাপী অনুষ্ঠান

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আন্তর্জাতিক নৃত্য দিবস (২৯ এপ্রিল) উপলক্ষ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী অনুষ্ঠেয় ‘মুক্ত সুরের ছন্দ’ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল পাঁচটায় জাতীয় নাট্যশালার সামনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

এছাড়াও নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংস্কৃতি উপদেষ্টা অতিথিবৃন্দের বক্তব্যের পরে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্বোধন করবেন। পরে, আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে একটি শোভাযাত্রা করা হবে।

Loading...