loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

  • ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদিত

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন সিআরও এনামুল হক

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

আ. লীগের নিবন্ধন বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ


আ. লীগের নিবন্ধন বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে অতিদ্রুত তাঁদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার (২ মে) এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ-কথা বলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

নাহিদ ইসলাম বলেন, ৫ অগাস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে – তাঁরা এ-দেশে আর কখনো রাজনীতি করতে পারবে-না। আমরা যখন বলি – জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে, তখন উপায় হচ্ছে – একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাঁদের অবস্থান জানান দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে; যা ৫ অগাস্টে হয়েছে।

তিনি আরও বলেন, দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে এ-দেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে। আওয়ামী লীগের নেতারা জনরোষে পড়ে দেশ ছেড়ে পালিয়েছে। এরপরে আওয়ামী লীগ এ-দেশে রাজনীতি করতে পারবে, কি পারবে-না – এই আলোচনা আসতে পারে-না। তাঁরা রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে। এখন সেটার আইনি বন্দোবস্ত কি হবে – সেটাই বিষয়। এ-বিষয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই পথ আমাদের বের করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে অতি দ্রুত এর সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং বিচারের মাধ্যমে আমরা তাঁদের বিষয়ে একটি চূড়ান্ত ফয়সালা পাবো।

Loading...