লিওনেল মেসি ও ইন্টার মায়ামির সময়টা বিগত কিছুদিন ধরে ভালো যাচ্ছিল-না। মেসি কয়েকটি ম্যাচে গোল-খরার পরে অবশেষে জাল স্পর্শ করতে পেরেছেন, আর জিতেছে তাঁর দল মায়ামিও। দলটি ফ্লোরিডায় শনিবার (৩ মে) মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেডবুলসকে ৪-১ গোলে হারিয়েছে। এটি টানা তিনটি পরাজয়ের পরে মায়ামির প্রথম জয়; আর টানা চার ম্যাচ গোলহীন থাকা মেসি করেছেন একটি গোল। এছাড়া গোল করেছেন লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট ও ফাফা পিকাল্ট। এই জয়ে ইন্টার মায়ামি এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পিকাল্ট মায়ামিকে নবম মিনিটে এগিয়ে দেন। ভেইগান্ট ৩০ মিনিটে গােল করলে ব্যবধানে দ্বিগুণ হয়। সুয়ারেজ ৩৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন। উরুগুয়ে তারকা এই গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচের গোল-বন্ধ্যত্ব শেষ করলেন।
গত বছর এমএলএস কাপের ফাইনাল খেলা রেডবুল্স তিন গোল হজমের পরে এরিক ম্যাক্সিম চুপো-মোটিংয়ের গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। গত বছর বায়ার্ন মিউনিখ থেকে আসা এই ক্যামেরুনিয়ান ৪৩তম মিনিটে রেডবুলসকে গোল এনে দেন।
মেসির গোলটি এসেছে ম্যাচের ৬৭তম মিনিটে।
এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে মায়ামির পয়েন্ট ২১। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস। ফিলাডেলফিয়া সমান-সংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।